সাতক্ষীরা তালায় ৩ লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার, আটক ১
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে জাল টাকার কারখানা আবিস্কার
করেছে র্যাব। এ সময় জাল টাকা তৈরির অভিযোগে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ প্রয়োজনীয় সামগ্রী এবং নগদ ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ‘২৫) রাতে র্যাব-৬, সিপিসি-৩,যশোর এর সদস্যরা তালা উপজেলার গনেশপুরে এ অভিযান পরিচালনা করে। এরআগে বিকালে যশোর কোতয়ালী মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের চায়ের দোকান থেকে ইব্রাহিম গাজি (১৯) নামক এক যুবককে ৯০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।
ইব্রাহিম গাজি তালা উপজেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম গাজির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার (২১ নভেম্বর ‘২৫ সকালে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



