সারাদেশ

সাতক্ষীরা পাউবো-১ গুরুত্বপুর্ণ পদ শুন্য,সেবা কার্যক্রম বিঘ্নিত

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
বাংলাদেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। উপকূলীয় অঞ্চলের বসবাস কারীদের জন্য পানি উন্নয়ন বোর্ড গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে থাকে। সাতক্ষীরা (পাউবো-১) এর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে জনবল না থাকায় এ অঞ্চলের মানুষেরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন। বিশেষ করে বর্তমানে সেখানে কোন সার্ভেয়ার অফিসার নাই।ফলে সেবা থেকে বঞ্চিত ঐ অঞ্চলের সেবা গ্রহীতা মানুষ। তাছাড়া এসডি ছিলেন শুভেন্দু বাবু। তিনি ট্রান্সফার লেটার জমা দিয়েছেন প্রায় দুই মাস পূর্বে।তার স্থানেও কেউ দ্বায়িত্ব গ্রহণ করেনি। অপরদিকে জহিরুল ইসলাম নামে একজন রেভিনিউ অফিসার ছিলেন।তার নামে বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম প্রমানিত হওয়ায় তাকে তৎকালীন প্রধান প্রকৌশলী গোপালগঞ্জে ট্রান্সফার করেন।ফলে তার পদটিও শূন্য। সুতরাং নির্দিষ্ট পদগুলোতে কোন লোক না থাকায় জেলাবাসী দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন না।
ভুক্তভোগী একাধিক সেবা গ্রহীতার অভিযোগ উক্ত পদে কোন লোক না থাকায় তারা নির্দিষ্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্তৃপক্ষ অতি জরুরি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে শূন্য পদে জনবল নিয়োগ করলে তারা কাক্সিক্ষত সেবা পাবে বলে ধারণা করছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন,জনবল সংকটের সমস্যাটি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের সুপারিশ অব্যাহত আছে। প্রকৃতপক্ষে এসব গুরুত্বপূর্ণ পদগুলো খালি থাকায় আমাদেরকে ও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি নতুন যোগদান করেছি শুন্য পদগুলো পূরন হলে আশা রাখি এ এলাকার মানুষ কাঙ্খিত সেবা পাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,