সারাদেশ

সান্তাহারে অ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে গতরাতে কাওসার নামে এক মাদক কারবারিকে আট পিস অ্যাম্পুল ইনজেকশনসহ হাতে-নাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কাওসার (২২) নওগাঁ জেলার আত্রাই থানার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আজ (১৭ ফেব্রুয়ারী)  সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় মাদক দ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে কাওসারকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে আট পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, গতরাতে অ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেপ্তারকৃত আসামি কাওসারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,