সারাদেশ

সাবেক এমপি আজাদ ৬ দিনের রিমান্ডে

  • প্রতিনিধি
    জামালপুর

    জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলাসহ নাশকতার দুটি মামলায় জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    আজ(মঙ্গলবার) তাকে আদালতে হাজির করা হলে জামালপুরের বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনিছুজ্জামান জানান।

    আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

    আইনজীবী আনিছুজ্জামান বলেন, “নাশকতা পরিকল্পনায় সদর থানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এসব মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

    আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

    ২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও চলতি বছরের ৩ অগাস্ট ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার দুটি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা হয়।
    গত বছরের ৪ ডিসেম্বর এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আবুল কালাম আজাদকে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,