সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক
ছাতক প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল ৩০/১২/২০২৫ইং মঙ্গলবার সকাল অনুমান ৬.০০ ঘটিকায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ছাতক উপজেলা অনলাইন প্রেসকাবের নেতৃবৃন্দ গভীর শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতির কল্যাণে তার অসামান্য অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির গভীর শোক প্রকাশ করে বলেন, দেশ জাতি রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণে বেগম খালেদ জিয়ার অবদান বাংলাদেশের জনগণ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সহসভাপতি সাংবাদিক ছফির আহমদ, সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন, কার্যকরী সদস্য আব্দুস সালাম শাকিলসহ সবাই শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




