সারাদেশ

সিংড়ার চলনবিলে ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

  • সিংড়ার চলনবিলে ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার ও ডাহিয়া গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১৭ লক্ষ টাকার ৩০০টি চায়না দুয়ারী জাল ও ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

 

এসময় ডাহিয়া গ্রামের মৃত সরকেত মোল্লার ছেলে মোঃ আরদেশ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়াশ বাজারের মোঃ জিন্নদ এর দোকান থেকে জাল উদ্ধার করা হয়।

 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, সেনাবাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে।

 

ইউএনও মাজহারুল ইসলাম জানান, চলনবিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

নাইম ইসলাম নামে একজন বলেন, চলনবিলের বিভিন্ন অঞ্চলে বেশি লাভের আশায় একদল অসাধু মৎস্যজীবীরা নিষিদ্ধ জাল ব্যবহার করে চলনবিলের মা ও পোনা মাছ নিধন করছে। এছাড়া চায়না জালে শামুক ঝিনুক সাপ ব্যাঙ কাকড়াসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে যা চলনবিলের জীববৈচিত্র্যের জন্য হুমকি।

 

প্রশাসনের এই উদ্যোগে চলনবিল এলাকার পরিবেশবাদী ও সচেতন মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিলের মাছের প্রজনন ও পরিবেশ সুরক্ষিত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,