সিরাজগঞ্জে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জে অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা শহরের বিএল স্কুল জামে মসজিদে শীতবস্ত্রগুলো বিতরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইবুল হাসান, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তোফায়েল আহমেদ, ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের পূর্বে মুসুল্লি ও এতিম শিশুদের সাথে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণকালে মির্জা মোস্তফা জামান বলেন, কঠিন এই শীতে সমাজের অসহায় শীতার্ত মানুষ ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে নির্দেশনা রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই নির্দেশনার আলোকেই আজকে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।