সারাদেশ

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) বিকাল ৩ টায় মনসুর আলী অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি সদস্য মেহেদি হাসান মুনতাসির সভাপতিত্বে সমনয়ক সালমান জোয়াদ্দদারের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মো. মাশরাফি সরকার, নিটর হাসপাতালের ছাত্র প্রতিনিধি মো. রিফাত লোদি, শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসানসহ জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলকে স্বৈরাচারী উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে যারা আহত ও নিহত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা এও দাবি করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের প্রতি সাহায্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং স্বৈরশাসনের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন দেওয়া যাবে না।
সভা শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং