সারাদেশ

সিরাজগঞ্জে নির্মাণাধীন ৭ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্যামলীপাড়া এলাকায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায় এদূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)। পরিদর্শক নিয়ামুল বলেন, সন্ধ্যায় ৭ তলা ভবনে নির্মাণ কাজ করার সময় দুই শ্রমিক রশি ছিড়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। গুরুতর আহত খাদেম আলীকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনিও মারা যায়।

পরিদর্শক নিয়ামুল আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,