সিরাজগঞ্জে নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যর বাড়িতে আহাজারি
জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহরিয়ার আলম সাম্য (২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি।
নিহত সাম্যর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সড়াতৈল গ্রামে। বাবা ফরহাদ সরদার ঢাকায় বসবাস করেন। সাম্য চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। তার মা কয়েক বছর আগে মারা গেছেন। পুরো পরিবার ঢাকাতেই বসবাস করলেও ঈদ বা বিশেষ কোনো উপলক্ষ্যে সাম্য ও তার ভাইয়েরা গ্রামের বাড়িতে আসতেন আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাতেন।
সাম্যর বড় চাচা কাউসার আলম কান্নাজড়িত কণ্ঠে জানান, রাত ১টার দিকে খবর পাই সাম্যকে খুন করা হয়েছে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না ও আর নেই। আমার ভাইয়ের চার ছেলের মধ্যে সাম্য ছিল সবচেয়ে ছোট, সবচেয়ে প্রাণবন্ত। জানি না কী অপরাধে আমার ভাতিজাকে হত্যা করা হলো। ওদের তো কোনো শত্রু ছিল না। পরিবারের সবাই ভেঙে পড়েছে।