সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগ অসহায় দারিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কর্মসূচি আনুষ্ঠাঠিত
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহর বিএনপির এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগ অসহায় দারিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় সিরাজগঞ্জ শহরস্থ ইবি রোড, পৌর ভাসানী মিলনায়তন মাঠ প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ শহর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের উদ্যোগ সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এর সভাপতিত্বে অসহায় দারিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সির জাহেদ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল আহমদসহ ৪০০/৫০০ জন অসহায় দারিদ্র মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। বিএনপির মূল শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের পাশে বিএনপির নেতাকর্মীরা সুখে দুঃখে সব সময় অসহায়দের পাশে থাকবে। বেলা ১২ ঘটিকায় শান্তিপূর্ণভাবে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষ হয়।