সিলেটে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
																																		সিলেট প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে ২৪ মার্চ (২৩ রমজান) সোমবার এক অভিজাত রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের মূল আয়োজন ছিল ফিলিস্তিন এবং জুলাই বিপ্লবের শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া। সেইসাথে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা এবং মুসলমানদের শান্তি, সমৃদ্ধি এবং ঈমানের নিরাপত্তার জন্য দোয়া করা হয়। মহানগর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাহাত ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি রুহুল আমীন জাকারিয়ার যৌথ সঞ্চালনায় মাহফিলের সভাপতিত্ব করেন মহানগর সভাপতি নুরুল ইসলাম রিপলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবুবকর আল মুন্না। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নোংরা রাজনীতির একটি কালো অধ্যায়ের অবসান ঘটিয়েছি। দীর্ঘ সতের বছর আমরা আওয়ামী ফ্যাসিবাদি সরকারের বর্বর জুলুম নির্যাতনের যাঁতাকলে ছিলাম। দেশের মানুষের অধিকার জান মালের কোন মূল্য ছিল না। আমাদের কোন বাক স্বাধীনতা ছিল না। ছিল না কোন , আমরা স্বাধীন দেশেও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। আমরা সবকিছু থেকে বঞ্চিত ছিলাম। আমাদের অধিকারের ব্যাপারে তারা ছিল উদাসীন। সর্বত্র ছিল খুন, গুম ধর্ষনের জয়জয়কার ছিল। রাজনীতির নামে নোংরা রাজনীতিতে নিমজ্জিত ছিল ছাত্র সমাজ, ক্যাম্পাস গুলোতে ছিল অস্ত্রের ঝনঝনানি। বক্তব্যের একপর্যায়ে তিনি বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের লক্ষ্য করে বলেন দেশের ছাত্র সমাজকে নোংরা রাজনীতির আগ্রাসন থেকে ফিরিয়ে সুষ্ঠ রাজনীতির ছায়াতলে নিয়ে আসতে হবে। আমাদের কার্যক্রম ভিন্ন হলেও মিশন ভিশন এক। তাই দেশের মানুষের অধিকার আদায় ও সুষ্ঠ সুন্দর সমাজ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক এন এ সিদ্দিক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা সাদিক সালীম, ছাত্র মজলিসের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এহসানে রাব্বি মঈন, মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার বিষয়ক সম্পাদক জনাব নাজমুল আনসারী, প্রিন্সিপাল জাহিদ উদ্দিন চৌধুরী, ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দিন নোমান। বন্ধুপ্রতীম ছাত্র সংগঠন থেকে উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলন সিলেট মহানগর সহ সভাপতি জাকাওয়াত হুসাইন, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক শাকের আহমদ, তালামিযে ইসলামিয়া সিলেট মহানগর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর সভাপতি এবি আল মাহমুদ, ইউনাইটেড ব্লাড ডোনেশন সিলেট এর সিইও সালাম আহমদ খান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক রায়হান বিন জলিল, মহানগর বায়তুলমাল সম্পাদক মুশফিকুর রহমান মাহদী, সমাজকল্যাণ সম্পাদক সাইফুদ্দীন সাইফ।এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
        
                        

                        
                            
