সারাদেশ

সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সাতক্ষীরা বিজিবির নতুন বিওপি উদ্বোধন

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সাতক্ষীরায় বিজিবির সুলতানপুর বিওপি উদ্বোধন উপলক্ষে দু:স্থ, অসহায়, অস¦চ্ছল রোগী ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।
রোববার বেলা ১২টায় নতুন এই বিওপি উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ুন কবির।
এসময় দু:স্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এছাড়া স্থানীয়দের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিজিবি।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – উপমহাপরিচালক মো: মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক ও সহকারী পরিচালক মো: মাসুদ রানা।
অতিরিক্ত মহাপরিচালক মো: হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার এই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে মানুষ পারাপার ও নিষিদ্ধ জিনিস ক্রয় বিক্রয় হয়ে আসছিলো। এজন্য সরকার এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য একটি বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে এবং তাদের কার্যক্রম পুরোদমে আরম্ভ হয়েছে

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং