শিক্ষাঙ্গন

সুনামগঞ্জে ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: শিক্ষান্নয়ন, মানবতার সেবা ও সুস্থ সংস্কৃতির বিকাশে অঙ্গীকারাবদ্ধ দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নসকস মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। নসকস সভাপতি এখলাসুর রহমান আবিদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি হোসাইন আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন সংগঠনের শিক্ষা সম্পাদক আজিজুর রহমান অলিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নসকসের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি আলিমুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ও বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ বোরহান, ক্রীড়া সম্পাদক ফয়জুল ইসলাম বকুল, সমাজসেবক মাওলানা আলী আজগর, সদস্য মাও জুয়েল আমিনী, প্রচার সম্পাদক সোহেল মিয়া, সুরুজ্জামান শিপু এবং আল মদিনা একাডেমির শিক্ষক জাকিদুল ইসলামসহ আরও অনেকে। ঐতিহ্যের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবার পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ১৩ জন ও সাধারণ বৃত্তিতে ১৭ জন, এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৭ জন ও সাধারণ বৃত্তিতে ৬ জন—মোট ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। পঞ্চম শ্রেণি (ট্যালেন্টপুল) মুনতাহা নূর ইকরা, ছিদরাতুল জান্নাত রুহি, মো. তৌহিদুল ইসলাম সাব্বির, তায়্যিবা চৌধুরী, সাইফ আলদ্বীন শিফান, অর্নিবান সরকার দিব্য, মাহফুজুর রহমান, সোলেমান উদ্দিন, মো. রোমান, মো. মাহিন রিসাদ হিমেল, মাহফুজুর রহমান, মারুফা রহমান রোদেলা ও সৈয়দ রাহাত আমিন। পঞ্চম শ্রেণি (সাধারণ) মোছা. নাহিমা আক্তার, মো. হিজবুল্লাহ পাঠান, তাসনিম জান্নাত মুন্নি, আফফাত ইয়াসবি আনহা, শাহরিয়ার ফেরদৌস নয়ন, নাজমুল হাসান, হাফিজুর রহমান, তাহসিন আক্তার তাওহিদা, রবিউল ইসলাম সানি, তাহমিদ হোসেন তাইয়িব, মাছুরা আক্তার সায়মা, ইয়ামিন উদ্দিন, ইসরাত জাহান ইভা, মোছা. ফাহমিদা সুলতানা, মোছা. উর্মি আক্তার, তামিম আহমদ ও নাঈমা বেগম। অষ্টম শ্রেণি (ট্যালেন্টপুল) সুমাইয়া আক্তার সুমী, ফাবিহা খানম রিহা, আজহারুল ইসলাম ইজাজ, মাঈশা রউফ, রিজা বিনতে আমির, রিজভী রহমান নাবিল ও সুলায়মান আহমেদ। অষ্টম শ্রেণি (সাধারণ) নুজহাত জাহান নিতু, শ্রাবন্ত সরকার অর্থ, রেজাউল হুসেন হৃদয়, আফসানা জান্নাত ফাম্মি, সাফওয়াত জামান ও মোছা. ফাতেমা বেগম। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলছে এবং ভবিষ্যতেও শিক্ষান্নয়নে সংগঠনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর