সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ছাতক থানার ৪ অফিসার শ্রেষ্ঠ নির্বাচিত

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় (জানুয়ারি-২৫) জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত সেকেন্ড অফিসার এসআই আব্দুস সাত্তার, এসআই সিকান্দর আলী ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন তোলা মিয়া।
মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তিতে সুনামগঞ্জ জেলার (জানুয়ারি-২৫) মাসে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ছাতক থানার ৪ অফিসার কে সন্মাননা ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।
বৃহস্পতিবার সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের (পিপিএম) সভাপতিত্বে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার ও সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন, ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এবং থানার এসআই সিকান্দর আলী। বৃহস্পতিবার মাসিক কল্যাণ সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ ও সকল সার্কেল অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।