সারাদেশ

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ছাতক থানার ৪ অফিসার শ্রেষ্ঠ নির্বাচিত

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় (জানুয়ারি-২৫) জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত সেকেন্ড অফিসার এসআই আব্দুস সাত্তার, এসআই সিকান্দর আলী ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন তোলা মিয়া।

মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তিতে সুনামগঞ্জ জেলার (জানুয়ারি-২৫) মাসে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ছাতক থানার ৪ অফিসার কে সন্মাননা ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের (পিপিএম) সভাপতিত্বে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার ও সন্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন, ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এবং থানার এসআই সিকান্দর আলী। বৃহস্পতিবার মাসিক কল্যাণ সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ ও সকল সার্কেল অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং