সারাদেশ

সুন্দরবনে বনকর্মীদের অভিযানে মৃত হরিণ,মাংস ও ফাঁদ উদ্ধার

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভিযান চালিয়ে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫শত ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকায় অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করে।
বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনে অভিযান চালায়। এসময় গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকা থেকে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫শত ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। অভিযানকালে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনে ভিতরে পালিয়ে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে মৃত হরিণ, হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করতে সক্ষম হলেও শিকারীদের আটক করা যায়নি। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। শিকারীদের চিহ্নিতপূর্বক আটকের চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত মাংস সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,