সারাদেশ

সেবার মানোন্নয়নে থানায় কম্পিউটার উপহার দিলেন ইউকে প্রবাসী আবুল হোসাইন

তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্যের ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ শিল্পপতি আবুল হোসাইনের ব্যক্তিগত অর্থায়নে পুলিশি সেবার জন্য ছাতক থানা পুলিশকে দুটি ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার উপহার প্রদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে অফিসার ইনচার্জ কক্ষে ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত রঞ্জন কুমার ঘোষের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন। মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট সাকিব আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আশরাফ আলী। আলোচনা সভার পূর্বে অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ডেস্কটপ ও প্রিন্টার গ্রহণ করেন ইন্সপেক্টর তদন্ত রঞ্জন কুমার ঘোষ ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল লতিফ। সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে থাকলেও তারা যে বাংলাদেশকে নিয়ে ভাবেন, এই উপহার প্রদান তারই একটি উদাহরণ, উনারা প্রবাসে থেকেও দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখেন নিঃস্বার্থ ভাবে এটা দেশ প্রেমের একটি অংশ। প্রবাসী আবুল হোসাইনের দেওয়া উপহার দেওয়ার কারনে আজ থেকে ছাতক বাসী পুলিশি সেবার নানান সুবিধা পাবেন। সবসময় থানা পুলিশ এই সেবা দিতে পারবে, এতে সাধারণ জনগণ বাহিরে কষ্ট করতে হবে না। সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে ও সর্বোচ্চ আন্তরিক ভাবে পুলিশি সেবা দিয়ে যাচ্ছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আলোচনা সভায় থানার সেকেন্ড অফিসার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও থানার অফিসার ফোর্সসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,