সারাদেশ

স্ত্রী কর্তৃক তালাক, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে স্বামীর আত্মহত্যা

  • রুমান শাহরিয়ার
    সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি।

    জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার(৩২) নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

    আজ, বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) সকাল ১১টায়
    চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭নং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

    নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াটোলা জমিলা লেন এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি গত দু’বছর ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সরিষাবাড়ী উপজেলা কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়াপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যখন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশে করছিল, তখন তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিলে তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
    পথচারী প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি ট্রেন আসার আগে থেকেই রেললাইনের পাশ দিয়ে ঘুরা ঘুরি করছিলেন, পরে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

    নিহতের সহকর্মী সূত্রে জানা যায়,স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ৭-৮ দিন আগে তার স্ত্রী তাকে তালাক দেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বৃহস্পতিবার হঠাৎ দৌড়ে তিনি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলেই কাটা পড়ে তার মৃত্যু হয়।

    এঘটনায় উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে গত দু’বছর ধরে সরিষাবাড়ীতে কর্মরত ছিলেন। সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।এসময় বিষয়টি তার পরিবারকে অবগত করা হয়েছেও বলে নিশ্চিত করেন তিনি।

    এবিষয়ে সরিষাবাড়ি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে বলেন, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষ হলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং