স্থানীয় বীজবৈচিত্র্য হাওর কৃষকের দুর্যোগের
ডেস্ক রিপোর্ট :
বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ(বারসিক)’র আয়োজনে দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহযোগিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলার দক্ষিণ মদন এগ্রোইকোলজি লার্নিং সেন্টার এ স্থানীয় জাত বৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা ৯ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ৬ টি গ্রামের যেমন বৃবড়িকান্দী,আরগিলা,ভুইয়াহাটি,ইছাপাড়া,উচিতপুর ও মদন পূর্বপাড়া ১৫ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, মদন পূর্ব পাড়ার এগ্রো ইকোলজি লার্নিং সেন্টার এর তত্ত্বাবধায়ক পাপিয়া সুলতানা
প্রশিক্ষক ছিলেন, বারসিক’ সহ আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।
কৃষাণী পাপিয়া আকতার বলন,” আমাদের নিজের বীজ হারিয়ে আজ কোম্পানির কাছে চলে গিয়েছি। এই বীজ কিনে আমরা প্রতারিত হচ্ছি। পাশাপাশি নিজেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। নিজের বীজ ঘরের সম্পদ। ”
কৃষক কৃষাণীরা নিজ ঘরে বীজ, সংগ্রহ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। সবশেষে কৃষকদের মাঝে ৫ জাতের সবজি বীজ পরস্পর বিনিময় করেন।





