হবিগঞ্জ জেলাজুড়ে পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি।

প্রসেন সরকার (নবীগঞ্জ) হবিগঞ্জ জেলাজুড়ে পৌষ সংক্রান্তি পালিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন বাঁশের ঘর পুড়ে আগুন পোহানোর মধ্য দিয়ে দিনটির সূচনা করেছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আয়োজন করা হয়েছে নানান পিঠাপুলির।
শাস্ত্র মতে, পৌষ সংক্রান্তিকে ‘মকর সংক্রান্তি’ বা ‘উত্তরায়ণ সংক্রান্তি’ও বলা হয়। প্রাচীন মহাকাব্য মহাভারতেও এই দিনটির তাৎপর্য সম্পর্কে উল্লেখ রয়েছে। ঋতু বৈচিত্র্যের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য। তাই সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক গুরুত্ব ছাড়াও এই দিনটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বহন করে। ‘সংক্রান্তি’ মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। এটি সংস্কৃত ভাষার শব্দ, ‘সংক্রান্তি’ শব্দটি দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে।
যে দিন মাস পূর্ণ হবে সে দিনকে সংক্রান্তি বলা হয়। এভাবে বারোটি মাসে বারোটি সংক্রান্তির মধ্যে বিশেষভাবে পৌষ মাসের সংক্রান্তি তাত্পর্যপূর্ণ। সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন। সংক্রান্তি শব্দটি বিশ্লেষণ করলেও একই অর্থ পাওয়া যায়; সং+ক্রান্তি, সং অর্থ সং সাজা এবং ক্রান্তি অর্থ সংক্রমণ। অর্থাত্ ভিন্ন রূপে সেজে অন্যত্র সংক্রমিত হওয়া বা নতুন সাজে, নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়া বা গমন করাকে বোঝায়। বাস্তবেও তাই দেখা যায়। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন এই বারোটি রাশি একটির পর আরেকটি চক্রাকারে অবর্তিত হতে থাকে।
রাশিচক্রস্থ দৃশ্যমান গমনপথ যাকে ক্লান্তিবৃত্ত বলে। নিজ কক্ষপথে সূর্য গমনের ফলে পৃথিবীর পরিমণ্ডলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ দৃশ্যায়মান হয়। এভাবে পৃথিবী নানারূপে কক্ষপথে সঞ্চারের কারণে প্রাকৃতিক দৃশ্যপট প্রতিমাসে পরিবর্তিত হতে থাকে। পৌষ সংক্রান্তি একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোকউত্সবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উত্সব পালন করা হয়। পিঠা ও পৌষ সংক্রান্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দিনে আবহমান গ্রামবাংলায় নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে।
যেমন পিঠাপুলি, পাটিসাপটা, ভাপাপিঠা, দুধপুলি, ফুলকলি, বিনি পিঠা, মালপোয়া পিঠা, সিমুই পিঠা, সূর্যমুখী পিঠা, ঝিনুক পিঠা, চিতা পিঠা, খেজুর পিঠা, বেনি পিঠা, ঝাল কুশ পিঠা, নকশি পিঠা, মালকো পিঠা, করলা পিঠা, চঙ্গা পিঠা, মুঠা পিঠা, রস চিতোই পিঠা প্রভৃতি। পৌষ সংক্রান্তি মূলত নতুন ফসলের উত্সব ‘পৌষ পার্বণ’। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ দিন। বলা যায়, বাঙালি সংস্কৃতিতে এটি বিশেষ উত্সবের দিন। হাজার বছর ধরে বাঙালির ঘরে ঘরে এই সংস্কৃতি চলে আসছে।