জাতীয় সারাদেশ

হাজীগঞ্জে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আরোহী নিহত

চাঁদপুর জেলার হাজীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। হাজীগঞ্জ টেকনিক্যাল কলেজের সামনের সড়কে একটি মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাত অনুমানিক ১০ টায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। সংঘর্ষের কারণে সড়ক কিছুক্ষণ যানবাহনের জন্য বন্ধ থাকে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।হাজীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।

স্থানীয়রা বলছেন, সড়ক নিরাপত্তা ও গতিরোধকের অভাবে এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,