হাটহাজারীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ২৮-২৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতেয়াবাদ স্কুলের মাঠে আনুমানিক ২৯ বছরের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে হাটহাজারী মডেল থানায় খবর দেওয়া হয়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।