সারাদেশ

হাটহাজারীতে কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদারের সভাপতিত্বে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২মে) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারীর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, কৃষ ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. সামশুল আলম। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউছার মো. সরোয়ার। উপ সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আবছারের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) মো. ওমর ফারুক, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রোকনাথ নাহা, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হাবিবুন নেছা। এতে উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের উদ্যোক্তা ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,