সারাদেশ

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৪ মার্চ) রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মশিউজ্জামান।
সরেজমিন পরিদর্শনে দেখা যায় ১ টি এক্সেভেটর ও ১ টি ড্রাম ট্রাক সহযোগে কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নিচ্ছে একটি চক্র।
অভিযানের তথ্য পেয়ে চক্রটি তড়ি-ঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করলেও অভিযুক্ত মো: সজীব, পিতা: দেলোয়ার মিয়া নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামান বলেন কৃষি জমির টপসয়েল কর্তন আমাদের খাদ্য উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন হাটহাজারী সে নির্দেশনা বাস্তবায়নে কঠোর অভিযান অব্যাহত রাখবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,