সারাদেশ

হাটহাজারীতে ভূমি মেলার উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের  হাটহাজারীতে তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে৷
রোববার (২৫ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ ভূমি মেলার শুভ উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
অফিস সহকারী আতিকুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদদ খোরশেদ আলম শিমুল,সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাস, সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য শ্যামল নাথ,সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক বেরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক  সূমন পল্লব। সেবাপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সামশু উদ্দীন মো.ফারুক। এ সময় ও ভূমি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ভূমি সেবার সাথে সর্বস্তরের মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত। মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসক নিরলস ভাবে কাজ করছেন। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাঙ্খিত সেবা না পেলে বা কোন ধরণের হয়রানির শিকার হলে তিনি সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এবং ইউএনও কে অবহিত করার আহ্বান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,