হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারী সম্পদ পুনরুদ্ধার

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে বাইশ লক্ষাধিক টাকার সরকারী সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামে এবং পৌরসভার মেডিকেল গেইট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুৎফর নাহার শারমিন এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ এর রাস্তা রুহুল্লাপুর এলাকার আব্দুল মান্নান নামক এক ব্যক্তি ও পৌরসভার রাস্তার জায়গায় মেডিকেল রোডের সামনে মামুন নামক এক ব্যক্তি অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মেডিকেল গেইট এলাকার আলীপুর মৌজার ০০৫০ শতক যার বাজার দর আনুমানিক দশ লক্ষাধিক টাকা এবং মেখল ইউনিয়নের রুহুল্লাপুর মৌজার ০১৭৩ শতক জায়গা যার আনুমানিক মূল্য বার লক্ষাধিক টাকাসহ সর্বমোট বাইশ লক্ষাধিক টাকার সরকারি সম্পদ পুনরুদ্ধার করে জায়গাগুলো লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়। অভিযান পরিচালনা করার সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালত আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।
একইদিন দুপুরের দিকে উপজেলার ইছাপুর বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯ এর সংশ্লিস্ট ধারায় দুই মামলায় আবু তাহের দুই হাজার টাকা এবং জয়নাল আবেদীন নামের আরেক ব্যবসায়ীকে দুই হাজার টাকা সহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।