সারাদেশ

হাটহাজারীতে শিক্ষার্থীদের মোবাইল ও মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলায় স্কুল ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার ও মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন এ কথা জানেন।

বুধবার (৩১ জুলাই) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন।

হাটহাজারী উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মোবাইলফোন বহন করা সম্পূর্ণ নিষেধ এবং দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয় গমণও নিষেধ। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদানের সময়েও মোবাইল ফোনে ব্যস্ত থাকে। কেউ কেউ দিনভর সময় কাটাচ্ছে অনলাইনে গেমস, রিলস ও টিকটক দেখে। এতে শিক্ষার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নৈতিকতারও দিন দিন অবনতি ঘটছে।

এছাড়া কিশোরদের মাঝে বেপরোয়া বাইক চালানো ও মোবাইল আসক্তি নিয়ে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। এ সিদ্ধান্তে শিক্ষার পরিবেশ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,