সারাদেশ

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাম প্রাসাদ দাস (৫০) নামের এক সিএনজিচালিত টেক্সি চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রী ঘাটা নামক এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে হাটহাজারীমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম থ- ০২-৪১০৮) উল্লেখিত স্থান অতিক্রম করার সময় একইমুখী বেপরোয়া গতির বালি বোঝাই ড্রাম ট্রাক (চট্ট মেট্টো দ ১১-২৫৩৬) পেছন দিক থেকে অটোরিকশাটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রাম প্রাসাদ দাস প্রাণ হারায়। এদিকে ঘটনার পর পর ঘাতক ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে গাড়ি রেখে পালিযে যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জানান, সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন, তারা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন। আর নিহত চালক রাম প্রাসাদ দাস উপজেলার চৌধুরীহাট এলাকার শান্ত দাসের পুত্র বলে জানা গেছে।
রাউজান গহিরা হাইওয়ে থানা পুলিশের ওসি আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে এসেছি মাত্র। ঘাতক ট্রাকটি ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিস্তারিত সংগ্রহের চেষ্টায় আছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন শনিবার রাত সাড়ে দশটার দিকে, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং