সারাদেশ

হাড়ে ফাটল মৃদু বিষধর কালনাগিনীর, এক্স-রে করলো মানুষ

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় বিরল ও মানবিক এক ঘটনার জন্ম দিল প্রাণিপ্রেমী সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী (ALP)’। হাড়ে ফাটল ধরা পড়া একটি আহত কালনাগিনী সাপের জন্য তারা এক্স-রে করিয়েছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এ ঘটনাকে ঘিরে উপকূলজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

বুধবার (৯ জুলাই) রাতে কলাপাড়ার ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে সাপটিকে নিয়ে আসেন ALP’র সদস্যরা। এক্স-রেতে ধরা পড়ে, সাপটির শরীরের মাঝ বরাবর হাড়ে ফাটল রয়েছে। এটি একটি মৃদু বিষধর কালনাগিনী, যার দৈর্ঘ্য প্রায় ৩ ফুট এবং গায়ে সবুজ, লাল ও কালো ডোরাকাটা দাগ রয়েছে।

এর আগে, আমতলী উপজেলার পূজাখোলা এলাকায় সকালে গাছে উঠা অবস্থায় লোকজন সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে। তখন ALP’র সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মো. বায়জিদ মুন্সি দফাদার বাড়ি এলাকায় গিয়ে তাৎক্ষণিক উদ্ধার করেন।

 

কলাপাড়া ALP টিম লিডার বায়জিদ মুন্সি জানান, “সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক স্যারের সহযোগিতায় আমরা সাপটির এক্স-রে করিয়েছি। এক্স-রেতে মাঝখানে হাড়ে ফাটল দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানোর ব্যবস্থা করছি।”

 

এক্স-রে টেকনিশিয়ান মো. সাঈদ হোসেন বলেন, “এটাই প্রথমবার কোনো সাপের এক্স-রে করেছি। ALP টিমের এ কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদিক বলেন, “আহত প্রাণীটির সেবা ও পরিবেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। আমরা সর্বোচ্চ সহায়তা করবো।”

 

প্রাণিকল্যাণ ও পরিবেশ সচেতনতায় ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,