সারাদেশ

হাতিয়ায় শিশুর গলায় ছুরি ধরে দিনে দুপুরে ডাকাতি

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর হাতিয়া পৌরসভায় বসত বাড়িতে দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানান বাড়ির মালিক। সোমবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে হাতিয়ার পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সামিয়া জানান, সাড়ে ১১টার দিকে ঘরের সামনের দরজা দিয়ে ৮ জন মানুষ ভিতরে প্রবেশ করে। তাদের সবার মুখ বাঁধা ছিল। এসময় ডাকাতরা তাকে চুপ থাকার জন্য বলে এবং চিৎকার করলে মেরে ফেলবে বলে ধমক দেয়। পরে তাদের মধ্যে কয়েকজন ঘরের আলমারি ভেঙে এবং সকল জিনিসপত্র তছনছ করে স্বর্ণ ও টাকা নিয়ে চলে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইমারি শিক্ষিকা স্ত্রীকে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে বের হই। এসময় ঘরে তার শালার ১০ বছর বয়সী মেয়ে সামিয়া একা ছিল। তাঁর সামনেই ডাকাতরা সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। থানায় বিষয়টি জানানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

গাজীপুরের কাশিমপুরে চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • নভেম্বর ১৩, ২০২৪
গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে