৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা শাখার

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গনহত্যা দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর প্রদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন পাটকেলঘাটা থানা শাখা।
আজ (২৬ সেপ্টেম্বর) শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির পি আর সহ পাঁচ দফা দাবিতে এ কর্মসুচী পালন করেছে।
পাটকেলঘাটা থানার সভাপতি মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার সিনিয়ার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আরো অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গনহত্যা দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর প্রদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।