সারাদেশ

3 of 7,038 আশুগঞ্জ সার কারখানার উৎপাদন চালুর দাবিতে শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ

কাউছার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধির।
গ্যাসের অভাবে প্রায় আট মাস ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় কারখানার প্রধান ফটকের সামনে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে জানানো হয়, গত ১ মার্চ উৎপাদন চলাকালীন অবস্থায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ আশুগঞ্জ সার কারখানার গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এর ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৫০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আশুগঞ্জ সার কারখানাটি সচল রাখলে সরকারেরই লাভ হতো। কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের স্বার্থে কারখানাটিতে বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক হয়ে পড়ছে।
বক্তারা অবিলম্বে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে সার উৎপাদন শুরুর দাবি জানান। তা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পরে কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,