সারাদেশ

সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং সংবর্ধনা অনুষ্ঠান 

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সকাল ০৮.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ও মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিরাজগঞ্জসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বেলা ১১ ঘটিকার সময় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামের সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল নাহিদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছালামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বীর শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং