কুড়িগ্রামের রৌমারীতে মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তার ০১
জহুরুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
বুধবার (০৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রৌমারী থানাধীন ০৬ নং চর শৌলমারী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, রৌমারী থানার এসআই (নিঃ) আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এসআই শাহানুর আলম, এএসআই দুলু মিয়া, কনস্টেবল মোস্তাইন খান, রাশিদুল, নুর হোসেন ও ড্রাইভার শহিদুল ইসলামসহ একটি পুলিশ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাষ্টারপাড়া গ্রামের মোঃ সেতু ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ হবিবর রহমান হবি (৪৫), পিতা-মৃত বাসের আলী, সাং-সুখেরবাতী, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি সাদা রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪.১ গ্রাম, আনুমানিক মূল্য ১২,৩০০ টাকা), মাদক বিক্রয়লব্ধ নগদ ৪,৬৫০ টাকা, এবং একটি SYMPHONY বাটন মোবাইল ফোন (আইএমইআই ৩৫৯৬৭৩৯২৪৮১৭৬২১ ও ৩৫৯৬৭৩৯২৪৮১৭৬৩৯, সংযুক্ত সিম ০১৪০৭৭১৪৫৭০) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ তালিকা প্রস্তুত করে থানায় আনা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।