সারাদেশ

কালাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই জন স্কুল পড়ুয়া শিক্ষার্থী। 

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই জন স্কুল পড়ুয়া শিক্ষার্থী। খবর পেয়ে সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে একটি এবং রাত ১১ টায় দিকে একটি বিয়ের আয়োজন বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে
একটি বিয়েতে বরকে ১০ হাজার টাকা এবং অন্য বিয়েতে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
জানা গেছে, জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফ (বর) এর সাথে কালাই পৌরসভার আকন্দপাড়ার মৃত নজির উদ্দিনের ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে (১৪) এর সাথে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিন পার্শ্বে আওলাদ হোসেন তালেুকদারের বাড়িতে এবং অপর দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে উৎপল চন্দ্র বর্মনের ১০ শ্রেণী পড়ুয়া (১৫) মেয়ের সাথে অমূল্য চন্দ্র এর ছেলের বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পৃথক পৃথক স্থানে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়াও ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ের মা এবং ১০ম শ্রেণী পড়ুয়া মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় । এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
ইউএনও শামিমা আক্তার জাহান জানান, শেষে দুটি স্থানের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে দুটি মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,