সারাদেশ

দেবীগঞ্জে মিরাজুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পবিত্র মিরাজুন্নবী (সাঃ) উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী বুধবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে দেবীগঞ্জ পৌরসভার যুব সমাজ এ আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে।
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জগদল দাখিল মাদরাসার সুপার মাওলানা দেলোয়ার হোসাইন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবুল বাশার বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি জাকিউর রহমানের সভাপতিত্বে পঞ্চগড় জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও বাংলাদেশ মসজিদ মিশনের পঞ্চগড় জেলা সভাপতি মাওলানা আব্দুল বাসেত, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত লোকজনের সামনে আলোচকরা পবিত্র মেরাজের উপর বিশদ আলোচনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,