সারাদেশ

সিরাজগঞ্জে বিএনপির সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বাতিল

জয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়। এর আহ্বায়ক করা হয় আমিরুল ইসলাম খান আলীমকে।আব্দুস সালাম জানান, সিরাজগঞ্জের সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ফলে বর্তমান জেলা কমিটির আর কোনো কাজ নেই। কাজ করবে সম্মেলন প্রস্তুতি কমিটি। তারা আগামী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন একটি জেলা কমিটি উপহার দেবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,