সারাদেশ

জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ গ্রেপ্তার

প্রতিনিধি
জামালপুর

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল(সোমবার) সন্ধ্যায় জেলা জজ আদালতের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক।

গ্রেপ্তার আমান উল্লাহ জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওসি আতিক আরও বলেন, জুলাই ও অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আমান উল্লাহকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার আমান উল্লাহকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং