ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ জন।
																																		মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার নামক স্থানে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।৩ ফেব্রুয়ারি,সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে,সোমবার রাত ৮ টার দিকে ফেনী থেকে নোয়াখালী যাওয়ার পথে বেকের বাজারে একটি গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।  মোটরসাইকেলের তিন আরোহি ঘটনাস্থলে লুটে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।ঘটনাস্থলে তিনজন নিহত হয়।প্রাথমিক ভাবে নিহত ১ জনের পরিচয় পাওয়া গেছে।তার নাম দেবু বৈষ্ণব।সে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে।মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন,নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।টেলিফোনে তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে।
                                    
        
                        

                        
                            
