সারাদেশ

ফেনীর ফতেহপুর হতে মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ি আটক।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সদর থানাধীন ফতেহপুর এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা এবং ০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা জেলা হইতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে।উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০৩ ৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।এই সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজনক একটি সেন্টমার্টিন পরিবহন নামীয় বাস গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে কৌশলে একজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী নুরুল আমিন,পিতা-নূর সালাম, সাং-সমিতিপাড়া,থানা-কক্সবাজার সদর,জেলা-কক্সবাজার কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে বাসের সীটের নিচে পা রাখার স্থান হতে ০১টি ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ১৬ কেজি গাঁজা এবং ০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য(গাঁজা, ফেন্সিডিল)কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং