সারাদেশ

রায়পুরে ধর্ষণের শিকার গৃহবধূ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে তিন সন্তানের জননী এক গৃহবধূ (৪৬) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। রাতের আধাঁরে হাত-পা বেধে একই এলাকার আলমগীর হোসেন (৩২), মিলন হাওলাদার (২৮) ও অজ্ঞাত এক ব্যক্তি দলবদ্ধভাবে এ ঘটনা ঘটায় বলে ক্ষতিগ্রস্ত গৃহবধূ জানিয়েছেন। ওই ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ৩ জনকে আসামী করে ক্ষতিগ্রস্ত নারী মামলা করেছেন।
ক্ষতিগ্রস্ত গৃহবধূ জানান, স্থানীয় মোল্লারহাট বাজারের পাশে বালুর মাঠ এলাকায় তারা বসবাস করেন। শুক্রবার রাতে তিনি শিশু সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী বাজারে কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্তরা তার ভ্যানচালক স্বামীর দুর্ঘটনার শিকার হওয়ার মিথ্যা তথ্য দিয়ে দরজা খোলায়। এরপর তারা ৩ জন মুখ চেপে ধরে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এলাকার এক খামারীর গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে আলমগীরকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত আলমগীর হোসেন আগেই গরু চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার পর অপর অভিযুক্ত মিলন হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে রায়পুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ জামিলুল হক ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং