সারাদেশ

সাতক্ষীরায় শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিল ছাত্র-জনতা

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা শহরের খুলনা মোড়স্থ শহীদ আসিফ চত্বরের শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়। এর পর তারা পূর্বেই অর্ধ ভাঙা অবস্থায় থাকা ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেয়।
এসময় সময় তারা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার বিচার চাই’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’- ইত্যাদি স্লোগান দিতে থাকে।
পরে সিটি কলেজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ও জেলা পরিষদ চত্বরের ম্যুরালও ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং