সারাদেশ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারে এ আয়োজন করা হয়।

মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা কবি অয়েকপম অঞ্জু’র সঞ্চালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী মিরর, কানাডা এর ইডিটর ইন চীফ কবি হামোম প্রমোদ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দের প্রতিষ্ঠাতা কবি বৃন্দারানী সিনহা ও কলাবতী শাড়ীর উদ্ভাবক রাধাবতী দেবী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন লাইব্রেরির সাংস্কৃতিক সম্পাদক থাংজাম নিশা ও কার্যকরী সদস্য থাংজাম সানালিমা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনীল খুমন, কৈশাম ব্রজকিশোর, কন্থৌজম শিল্পি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন থাংজাম নিশা, জ্যোতিকা, থোইবী, শানু প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে উপহার দেওয়া হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,