সারাদেশ

আক্কেলপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা- গ্রেপ্তার ৩

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং
জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করলে পুলিশ তিনজন ধর্ষককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।
এ তথ্য নিশ্চিত করেছেন, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা আনিছুর রহমান।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আসামীরা নির্যাতিতা ওই গৃহবধূকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। রাতে তারা গ্রামের পাশে একটি গভীর নলকুপ ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে পরের দিন তাকে উদ্ধার করে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করে। শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী আসামীদের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার পর শনিবার পুলিশ আসামীদের গ্রেপ্তার করে।
আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন,ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,