সারাদেশ

পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের অভিযোগে আটক ১

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফলে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে এক অভিযুক্তকে আটক করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার কালাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহত কিশোরী ও তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক পরীক্ষার জন্য কিশোরীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা একজন দিনমজুর। ছোটবেলা থেকেই কিশোরী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। কয়েকদিন ধরে অভিযুক্ত হাসান হাওলাদার (৩০) ভুক্তভোগীর আশপাশে ঘোরাফেরা করছিল। ঘটনার দিন সকাল ১১টার দিকে কিশোরীর মা ঘরের বাইরে গেলে অভিযুক্ত তাকে ফুসলিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন চালায়। কাজ শেষে ফেরার পথে মা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে অসংলগ্ন অবস্থায় দেখতে পান। এসময় অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর মা প্রতিবাদ করলে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাকে ও তার ফুপুকে মারধর করে। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, কিশোরীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হাসান হাওলাদারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডা. আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), জানান, বিকেল ৫টায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,