সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের কমিটি বাতিলের দাবি

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের স্থানীয় নিউজ হোম অফিস হলরুমে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন পদবঞ্চিত সমন্বয়করা।সংবাদ সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের বলেন, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। যে কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে।
এই কমিটিতে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। কোনো কিছু যাচাই-বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক মাহিন সরকার ইতোমধ্যে একাধিকবার আলোচনা সভা করলেও এ ধরনের বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি দেওয়া হবে। এ সময় নব্য কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগ করেন। খুব শীঘ্রই বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন – স্বাস্থ্য উপ-কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভূইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফ প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,