সারাদেশ

নওগাঁয় কীটনাশক দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে বেড়েছে চুরির ঘটনা। বিশেষ করে কীটনাশকের দোকানে চুরির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রাণীনগর উপজেলার কীটনাশকের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন চুরির আতঙ্কে। কোন কোন স্থানে চোরেরা তাদের আলামত রেখে গেলেও কঠোর পদক্ষেপ গ্রহণে পুলিশের তৎপড়তা নেই। এতে করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙ্গে পড়েছে বলে মনে করছেন উপজেলার সচেতন মহল। বিভিন্ন সূত্রে জানা গেছে, দিন দিন উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। মাঝে মধ্যেই উপজেলার কোন না কোন স্থানে চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি উপজেলার রাতোয়াল বাজারে একজন কীটনাশক ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এরপর গত শুক্রবার ৭ ফেব্রুয়ারী দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ত্রিমোহনী বাজারে একজন বড় কীটনাশক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত বছরের নভেম্বর মাসের কোন একদিন উপজেলার রেলগেইট সংলগ্ন স্থান থেকে একটি গরুর খামার থেকে ৮টি গরু ডাকাতি করে নিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ সেই ডাকাতির বিষয়ে কোন দৃশ্যমান তথ্য উদঘাটন করতে পারেনি। বিভিন্ন চুরির ঘটনায় জড়িতদের আটক করাসহ পুলিশের দৃশ্যমান কোন পদক্ষেপ না থাকার কারণে উপজেলাবাসীর মাঝে বর্তমানে চোর ও ডাকাতের আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার ত্রিমোহনী হাটের কীটনাশক ব্যবসায়ী ও ত্রিমোহনী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক একে এম শহিদুল ইসলাম জানান গত শুক্রবার ৭ ফেব্রুয়ারী দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। এরপর ওই দিন তিনি আর দোকান খোলেননি। পরের দিন শনিবার ৮ ফেব্রুয়ারী সকালে দোকান খুলে দেখেন দোকানের একটি ঘরের টিন কেটে প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরি করে নিয়ে গেছে চোরেরা। শনিবার দুপুরে থানায় গিয়ে তিনি একটি অভিযোগ দায়ের করে আসেন। থানায় অভিযোগ দায়ের করলেও শনিবার কোন পুলিশ সদস্য চুরি যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন নাই। পুলিশের তেমন তৎপড়তা না থাকায় ত্রিমোহনী হাটের আশেপাশের দোকানীদের মাঝে বর্তমানে চোর আতঙ্ক বিরাজ করছে। শহিদুল ইসলাম চুরির স্থান থেকে চোরের কিছু গুরুত্বপূর্ণ আলামত পেয়েছেন। যে আলামতের মাধ্যমে পুলিশ চাইলেই সহজেই চোরের দলকে আটক করতে পারেন বলে মনে করছেন শহিদুল ইসলাম। রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম মুঠোফোনে জানান, ত্রিমোহনী বাজারে কীটনাশকের দোকানে চুরি হওয়ার বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। আজ রবিবার ৯ ফেব্রুয়ারী তিনি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং