সারাদেশ

হাতিয়ায় বনবিভাগের জায়গা দখল করে যুবদল নেতার দোকানঘর নির্মান

মামুন রাফী স্টাফ রিপোর্টার
হাতিয়ায় সরকারি বনায়নের ভিতর জায়গায় দখল করে দোকানঘর নির্মান করেছেন ইউনুস মাঝি নামের এক ওয়ার্ড যুবদল নেতা। বনবিভাগের বাঁধা অমান্য করে রাতের আঁধারে তিনি নিজে দোকানঘর নির্মানসহ ভিটিপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা নিয়ে অন্যদের ও ঘর নির্মানের জন্য জায়গা বুঝিয়ে দেন।
স্থানীয়দের থেকে খবর পেয়ে গত শুক্রবার  (৭ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, সাগুরিয়া রেঞ্জের চর আলীম বিটের লালচর মৎস্য ঘাটের নিকটবর্তী বাগানের মধ্যে ইউনুস মাঝি নিজেই একটি দোকানঘর নির্মান করেন। পাশাপাশি আরো চারটি ঘর নির্মান করতে আফছার, আশরাফ,ভুট্ট,নবীর,হোসেন ও ফয়েজদের  কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা করে নেয়।
এছাড়াও তাবু টাঙ্গিয়ে তিনজন কে দোকান ঘর নির্মাণের জন্য টাকার বিনিময়ে জায়গা মেফে বুঝিয়ে দেন তিনি। অভিযুক্ত ইউনুস মাঝি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তার এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, ইউনুছ মাঝি রাতের আঁধারে চরআলিম বীটের বনের জায়গা দখল করে দোকানঘর তোলে । যা উপজেলার সাগুরিয়া রেঞ্জের বড়দেইল টানবাজার এলাকায় অবস্থিত। স্থানীয়রা আরো জানান, ইউনুছ মাঝি নদীতে মাছের হার দখল করে জেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা নেন।
উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক তাছলিম আলম বলেন ,এখানে মহিষ গরুর একটা ফাঁড়ি রয়েছে। যেটার দায়িত্বে ছিলেন আরেকজন। ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইউনুছ মাঝি ওই ফাঁড়ির দায়িত্ব পাওয়ার পর প্রভাব বিস্তার করে সেখানে দোকান ঘর দেন। এখন পাশাপাশি তাবু দিয়ে আরো কয়েকটি দোকান ঘর নির্মান করেন।
উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন এমপি ও স্থানীয় বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলামের নির্দেশে দুটি ঘর দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, ইউনুছ মাঝি দলের প্রভাব বিস্তার করে অনেকগুলো ঘর নির্মাণ করেছে এবং মেপে বুঝিয়ে দেওয়ার খবর পেয়েছি। আমরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়েছি।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ মাঝি বলেন ,দলের সিদ্ধান্তের বাহিরে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনুস মাঝি বলেন, এখানে একটা গরু-মহিষের ফাঁড়ি আছে। বর্ষায় যাতে মানুষের কষ্ট না হয় সে জন্য  বন বিভাগ এবং  দলীয় লোকজনের সাথে কথা বলে আমি একটা ঘর দিয়েছি।
উপকূলীয় বনবিভাগ সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার বলেন, চর আলিম বিটের স্থানীয় টানবাজারের বাইরে বনবিভাগের জায়গায় দখল করে বিএনপি নেতা ইউনুছের নেতৃত্বে ঘর দেওয়ার খবর পেয়েছি। রাতে তখন বনের কাজে আমরা একেকজন একেক জায়গায় ছিলাম। তবুও আমাদের একজন স্টাফ কয়েক ধাপে বাঁধা দিয়েও থামাতে পারেনি। তারা জোরপূর্বক ঘর নির্মাণ করছে। বনায়নের এ জায়গা পুনরুদ্ধারে- তাদের জোর করে দেওয়া দোকানঘরসমূহ উচ্ছেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলেও জানান এ বন কর্মকর্তা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং