দেবীগঞ্জে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন, গনি সভাপতি, হ্যাপি সম্পাদক নির্বাচিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী সোমবার সকালে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে প্রথমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়কাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলা বিএনপি এ সম্মেলনের আয়োজন করে।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু দেবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন। দেবীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়ার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন পঞ্চগড় পৌর বিএনপির সভাপতি ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, পঞ্চগড় জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফিসহ জেলান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সভাপতি পদে উপজেলা বিএনপির আহবায়ক আইয়ুব আলী, সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়া সভাপতি পদে প্রার্থী হন। প্রার্থী দুজন থাকার কারনে কাউন্সিলরদের নিয়ে ভোটের ব্যবস্থা করা হয়। দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭১০ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়া এবং সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী প্রার্থী হন। তার কোন প্রতিদন্ধী না থাকার কারনে তাকে বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত ঘোষনা করা হয়। সাংগঠনিক সম্পাদকের ২ পদের বিপরীতে ৫জন প্রতিদ্বদ্ধীতা করেন। এরা হলেন দেবীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব প্রেমাশিশ রায়, চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশীদ, চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ নজরুল ইসলাম, দেবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মালেক সরকার।
সর্বোচ্চ ভোট পেয়ে চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশীদ ও দেবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।