ছাতকে পুলিশের অভিযানে যুবলীগ নেতা জানে আলম গ্রেফতার
																																		ছাতক প্রতিনিধি: ছাতকের সব এলাকায় চলছে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট। সোমবার রাতে থানা পুলিশের এক অভিযানে গ্রেফতার হন যুবলীগ নেতা মোঃ জানে আলম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান।
গ্রেফতারকৃত মোঃ জানে আলম উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও গনেশপুর নোয়াগাও গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী বুলবুল আহমদের ছোট ভাই। মোঃ জানে আলম ব্যবসায়ী ও মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানাযায়।
পুলিশ সুত্রে জানাগেছে, মোঃ জানে আলম নাশকতা সৃষ্টি ও অন্তর্বতীকালীন সরকারের পতন ঘটানো সহ সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
        
                        


                        
                            
